কক্সবাজারে দুই যুবদল কর্মীকে গুলি, গ্রেফতার ৫

কক্সবাজারে দুই যুবদল কর্মীকে গুলি, গ্রেফতার ৫

কক্সবাজার শহরে দুই যুবদল কর্মীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর আসামিরা পর্যটকের ছদ্মবেশে বান্দরবানের লামা উপজেলায় আত্মগোপনে ছিল।

গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বান্দরবান জেলার লামা উপজেলার মিরজিরি এলাকার মাতামুহুরী রিভার ভিউ রিসোর্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন কামরুল হাসান বাবু (২৬), ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা (২৫), আব্দুল কাইয়ুম (৩৩), মো. সাকিব (২০) এবং ১৭ বছর বয়সি এক কিশোর। তাদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন জানান, ৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের বাস টার্মিনাল এলাকার উত্তরণ আবাসিক এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা যুবদল কর্মী সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুককে (৩৪) লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তারা গুরুতর আহত হন।

ঘটনার পরপরই আসামিরা কক্সবাজার থেকে বান্দরবানের লামায় গিয়ে আত্মগোপনে ছিল। সেখানে তারা পর্যটকের ছদ্মবেশে একটি রিসোর্টে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

ওসি আরও জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনার নেপথ্যে থাকা অন্যদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।

আহত দুই যুবদল কর্মী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150858