বগুড়ার ধুনটে ইজতেমায় আখেরী মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা
ধুনট (বগুড়া) প্রতিনিধি : দেশ-জাতির কল্যাণ ও পরকালের শান্তি কামনায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠের তিন দিনব্যাপী ইজতেমা। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আখেরি মোনাজাত শুরু হয়।
শেষ হয় ১০ টা ৫০ মিনিটে। ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা আব্দুল মতিন ২০ মিনিট ধরে মোনাজাত পরিচালনা করেন। আহলে হক্ক ওলামায়ে কেরামদের অধীনে শুরায়ে নেজামের তত্বাবধায়নে এই ইজতেমা অনুষ্ঠিত হয়।
মুসলিম উম্মার অন্যতম এই জমায়েতে অংশ নিতে দেশে-বিদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা শরীক হয়েছিলেন ইজমেতায়। আখেরী মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই হাজার হাজার মানুষের ঢল নামে ইজতেমা ময়দানে। মাঠ ছাড়িয়ে রাস্তা-ঘাট ও আশপাশের বাড়ির আনাচে-কানাচে যে যেখানে জায়গা পেয়েছেন বসে পড়েছেন মোনাজাতে অংশ নিতে।
আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের এই আগমন অব্যাহত ছিল। প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিবের নামাজের পর দেশ ও বিদেশের মুরব্বিরা বয়ান পেশ করেছেন। ইজতেমায় বেশীর ভাগ বয়ান বাংলা ভাষায় করা হয়েছে।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য রবিউল ইসলাম রবি জানান, শান্তিপূর্ণ পরিবেশে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এই ইজতেমা থেকে জামাত তৈরী করে দেশের বিভিন্ন প্রান্তে দাওয়াতি কাজে বেড়িয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল ইজতেমার আনুষ্ঠানিকতা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150857