বগুড়ার ধুনটে টমেটো খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে পাকা টমেটো খাওয়ানোর কথা বলে ক্ষেতের ভেতর নিয়ে গিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় ছাবেদ আলী শেখ (৬৬) নামে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টায় ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ছাবেদ আলী উপজেলার চকমেহেদী গ্রামের নশু শেখের ছেলে। এর আগে গতকাল শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায়, উপজেলার চকমেহেদী গ্রামের এক কৃষক ১৭ ডিসেম্বর সকাল ১০টায় বাড়ির পাশে মাঠের ভেতর কৃষি কাজ করছিলেন।
এ সময় ওই শিশু বাড়ি থেকে তার বাবার কাছে যেতে থাকে। ওই মাঠে আগে থেকে অবস্থান নেওয়া ছাবেদ আলী শিশুকে টমেটো খাওয়ার কথা বলে কৌশলে ক্ষেতের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এলে ছাবেদ আলী পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই শিশুর বাবা বাদি হয়ে ছাবেদ আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় গতকাল শুক্রবার বিকেলে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড ও আসামিকে গ্রেফতার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোখলেছার রহমান বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150845