বগুড়ার দুপচাঁচিয়ায় কীটনাশক পানে এক ব্যক্তির আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় কীটনাশক পানে এক ব্যক্তির আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার কুড়াহার গ্রামে গতকাল শুক্রবার বিকেলে কীটনাশক পানে মুসা মন্ডল (৩৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলা গুনাহার ইউনিয়নের কুড়াহার গ্রামের আবু তাহেরের ছেলে মুসা মন্ডল প্রায় দুই বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর থেকে মানসিকভাবে অসুস্থ হন।

ঘটনার দিন বিকেলে সবার অগোচরে জমিতে দেওয়া কীটনাশক পান করে বমি করতে থাকে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে জিজ্ঞাসা করলে জানায় সে কীটনাশক পান করেছে। দ্রুত তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় মারা যায়। থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, এ ব্যাপারে তার বাবা আবু তাহের থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150841