শহিদ হাদির দাফনের শৃঙ্খলায় ডাকসু’র স্বেচ্ছাসেবক মোতায়েন

শহিদ হাদির দাফনের শৃঙ্খলায় ডাকসু’র স্বেচ্ছাসেবক মোতায়েন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরীফ ওসমান হাদির দাফনের নিরাপত্তায় ডাকসু’র স্বেচ্ছাসেবক কাজ করছে। জানাজা শেষে দাফনকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা কেউ করতে না পারে, এই জন্যই সতর্কতামূলক স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে ডাকসু। 

আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকসু’র নিরাপত্তা ভেস্ট গায়ে তাদের অবস্থান নিতে দেখা যায়। শহিদ হাদির দাফন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুল ইসলামের সমাধির পাশে। শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত ও ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ডাকসুও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতা করছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150786