বগুড়ায় জামিলনগর যুব সংঘের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
অনলাইন ডেস্ক: শুক্রবার(১৯ডিসেম্বর)সন্ধ্যায় জামিলনগর যুব সংঘ চত্বরে তিনদিন ব্যাপী আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও প্রীতি ফুটবল ম্যাচের পুরষ্কার বিতরণ করা হয়। বিজয় দিবস উপলক্ষে বাৎসরিক এই আয়োজনে জামিলনগর এলাকায় উৎসবের আমেজ তৈরী হয়।
এছাড়াও সকালে জামিলনগর যুব সংঘের আয়োজনে ওয়াপদা কলোনী মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজনে এলাকার ষাটোর্ধ বয়সী ও চল্লিশোর্ধ্ব বয়সীদের মাঝে অনুষ্ঠিত খেলায় ৩-১ গোলে বিজয়ী হন চল্লিশোর্ধ্ব বয়সীদের দল। আয়োজক জামিলনগর যুব সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ আহমেদ জানান- তিনদিন ব্যাপী আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবেই তাদের এই ব্যতিক্রমী আয়োজন।

জামিলনগর যুব সংঘের অন্যতম অপর সদস্য সাদ্দাম হোসেন জানান - আমাদের যুব সংঘের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি, সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় তাদের মূল প্রেরণা।

খেলায় দুইটি দলে শিক্ষক,ব্যবসায়ী,শ্রমিক,চাকুরিজীবী, দিনমজুর,রিকশা-ভ্যান চালক সহ নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারী আনুমানিক আশি বছর বয়সী ইদ্রীস আলী জানান - শরীর সায় না দিলেও অংশ নিয়েছেন মনের জোড়ে। ব্যতিক্রমী এই আয়োজন করায় তিনি যুব সংঘের সভাপতি সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদকে সাধুবাদ জানান।
জামিলনগর যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হেলাল বলেন- আজ সকালের এই প্রীতি ফুটবল ম্যাচ মূলত এলাকায় বসবাসরত মুরুব্বিদের একটু বিনোদনের জন্যই আয়োজন।

খেলা দেখতে জামিলনগর, ওয়াপদা কলোনী, পুরান বগুড়া, সেউজগাড়ী সহ আশেপাশের স্থায়ী বাসিন্দারা পরিবার নিয়ে উপস্থিত হয়েছিলেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন - জামিলনগর যুব সংঘের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি, বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ। বিশেষ অতিথি ছিলেন - বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি ও জামিলনগর যুব সংঘের কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক বগুড়া পত্রিকার সাংবাদিক সিনিয়র ক্রাইম রিপোর্টার ও জামিলনগর যুব সংঘের উপদেষ্টা জহুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও জামিলনগর যুব সংঘের উপদেষ্টা আব্দুল হাকিম। সঞ্চালনায় ছিলেন জামিলনগর যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হেলাল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150765