নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই দৈনিক প্রথম আলোর কার্যালয়ে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন পত্রিকাটির সংবাদকর্মীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান-এর নেতৃত্বে স্বল্প সময়ের মানববন্ধন কর্মসূচি পালন করেন সংবাদকর্মীরা। তারা দ্রুত সময়ের মধ্যে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। পত্রিকাটির নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, পত্রিকার ইতিহাসে এবারই প্রথম এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।

এদিকে ঢাকায় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার।

শুক্রবার দুপুরে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ড সরকার দৃঢ় ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়। তার ফেসবুক পোস্টে নাগরিকদের বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এর আগে একই দিন প্রধান উপদেষ্টা টেলিফোনে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকদের সঙ্গে কথা বলেন এবং হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানান, সরকার এই দুঃসময়ে সংবাদমাধ্যমের পাশে রয়েছে এবং শিগগিরই তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুরের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150750