হাদির কফিনে বিএনপির ফুলেল শ্রদ্ধা
ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান হাদির কফিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদির মরদেহবাহী এয়ার অ্যাম্বুলেন্স বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ গ্রহণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-র ভিপি সাদিক কায়েমসহ সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150727