আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুকান্ত দত্তকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর)  বান্দরবান সদর থানার নীলাচল যৌথখামার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত বছরের ২৬ নভেম্বর আদালতে চিন্ময় দাসের জামিন নামঞ্জুরের পর সংঘর্ষের একপর্যায়ে আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সুকান্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150717