২০২৯ সাল থেকে সরাসরি ইউটিউবে সম্প্রচার হবে অস্কার অনুষ্ঠান

২০২৯ সাল থেকে সরাসরি ইউটিউবে সম্প্রচার হবে অস্কার অনুষ্ঠান

২০২৯ সাল থেকে হলিউডের চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ সম্মাননা অস্কার অনুষ্ঠান টিভির বদলে সরাসরি সম্প্রচার হবে ইউটিউবে। আয়োজকরা জানিয়েছেন, ২০৩৩ সাল পর্যন্ত সম্প্রচারের চুক্তি হয়েছে ইউটিউবের সঙ্গে।

১৯৭৬ সাল থেকে বার্ষিক অ্যাকাডেমি পুরষ্কার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে আসছে এবিসি নেটওয়ার্ক। সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্মে দর্শকদের আগ্রহ বাড়ায় টিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানের রেটিং কমতে থাকে। এতে অনুষ্ঠান থেকে পর্যাপ্ত মুনাফা করতে পারছে না এবিসি নেটওয়ার্ক। এমনকি সম্প্রচার স্বত্ব কেনার জন্য অতিরিক্ত অর্থ প্রদানেও অস্বীকৃতি জানায় টেলিভিশনটি।

বিশ্বব্যাপী দর্শকদের কাছে অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় করতে একাধিক ভাষায় এবং অডিও ট্র্যাকও সরবরাহ করছে ইউটিউব। ২০২৫ সালে টিভিতে অস্কার অনুষ্ঠান উপভোগ করে প্রায় ২ কোটি মার্কিন দর্শক। যা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও ১৯৯৮ সালে এই অনুষ্ঠানের দর্শক ছিল ৫ কোটি ৭০ লাখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150614