বিদে‌শি কূটনী‌তিকদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে সরকার

বিদে‌শি কূটনী‌তিকদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি অবহিতকরণ সভা আয়োজন করেছে।

বৃহস্প‌তিবার (১৮ ডি‌সেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য এই সভার আয়োজন করা হয়। 

এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, উক্ত ব্রিফিং‌য়ে নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবেন, তাও তাদের অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের জন্য আমন্ত্রণ জানানো হয়। 

 

এ ছাড়া, স্বশস্ত্র বাহিনীসহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার্থে সদাসতর্ক ও সচেষ্ট রয়েছেন, তাও তাদেরকে জানানো হয়। এ প্রসঙ্গে দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয়।

ব্রিফিংয়ে ঢাকাস্থ দূতাবাসগুলোর প্রায় চল্লিশ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150604