যুদ্ধ বন্ধে মায়ামিতে ফের বৈঠকে বসবে রাশিয়া-যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি শহরে বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। মার্কিন গণমাধ্যম পলিটিকোর প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৈঠকের ব্যাপারে পলিটিকোকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দুই কর্মকর্তা। এতে বলা হয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকতে পারেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মেয়ে জামাই জ্যারেড কুশনার। আর রাশিয়ার প্রতিনিধি দলে থাকবেন রাষ্ট্র মালিকানাধীন তহবিলের প্রধান কিরিল দিমিত্রিভ। মায়ামিতে এর আগেও বৈঠক করেছিলেন দুই দেশের প্রতিনিধিরা। ৪ ডিসেম্বরের ওই বৈঠকে অংশ নেন স্টিভ উইটকফ ও ইউক্রেনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ। এর আগে ডিসেম্বরের শুরুতে মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন উইটকফ। বৈঠক শেষে রুশ কর্মকর্তারা বলেছিলেন, যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনীয় ভূখণ্ড নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ‘কোনো আপস হয়নি’।
ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধে একটি শান্তি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ২৮ দফার পরিকল্পনার প্রথম খসড়াটি নিয়ে বেশ সমালোচনা হয়। তখন ইউক্রেন ও তাদের মিত্ররা বলেছিল, এটি রাশিয়ার পক্ষপাতদুষ্ট। পরে একটি সংশোধিত খসড়া তৈরি করে ওয়াশিংটন। সেটি নিয়ে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা বৈঠক করেন। এরপর এটির ওপর মস্কোতে আলোচনা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150541