‘জংলি’ থেকে এবার ‘রাক্ষস’ রূপে সিয়াম
বিনোদন ডেস্ক : গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল সিয়াম অভিনীত সিনেমা ‘জংলি’। পোস্টার প্রকাশের পরই আলোচনায় আসে সিয়ামের ভয়ঙ্কর রূপ-মুখ থেকে বেরিয়ে থাকা জিহ্বা, সেখান থেকে চুইয়ে পড়া রক্তমাখা জল। সেই বীভৎস লুক অনুরাগীদের দৃষ্টি কেড়েছিল মুহূর্তেই। সিনেমা মুক্তির পর সিয়াম যেমন দর্শকদের নিরাশ করেননি, তেমনি দর্শকরাও তাকে নিরাশ করেননি। ফলে চলতি বছরের হিট সিনেমার নায়কদের তালিকায় জায়গা করে নেন তিনি।
নাম ‘জংলি’ হলেও সিনেমাটি আদতে ছিল একটি সামাজিক গল্প। তাই অনেক দর্শককে হলে থেকে কাঁদতে কাঁদতে বের হতে দেখা গেছে। বাবা-মেয়ের সম্পর্কের অভিনয়ে ব্যথিত হয়েছেন দর্শক। সেই জংলির রেশ কাটতে না কাটতেই এবার সিয়াম হাজির হচ্ছেন ‘রাক্ষস’ হয়ে। হ্যাঁ, তাঁর পরবর্তী সিনেমার নাম ‘রাক্ষস’। এর মাঝেই তিনি নির্মাতা রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ করেছেন। সেই কাজের ফাঁকেই চলেছে রাক্ষস হওয়ার প্রস্তুতি।
জংলিকে রাক্ষসে রূপ দেওয়ার কারিগর নির্মাতা মেহেদি হাসান হৃদয়। শাকিব খানকে নিয়ে যিনি বাজির সর্বোচ্চ দাও খেলেছিলেন, উপহার দিয়েছেন বাংলা সিনেমার অন্যতম উচ্চ বাজেট ও আধুনিক নির্মাণ ‘বরবাদ’। সেই নির্মাতা যখন সিয়ামকে নিয়ে রাক্ষস বানানোর মিশনে নামেন, তখন সেটি যে হালকা কিছু নয়-তা বোঝাই যায়। ১৭ ডিসেম্বর প্রকাশিত সিনেমাটির ফার্স্টলুকেই সেই প্রমাণ মিলেছে। কয়েক সেকেন্ডের ঝলকেই স্পষ্ট-‘রাক্ষস’ মোটেও নরম কোনো সিনেমা নয়। বরং ‘বরবাদ’-এর চেয়েও আরও ভয়ংকর, আরও অন্ধকার এক ভায়োলেন্সের জগতে নিয়ে যেতে চলেছে এই ছবি।
লুকের শুরুতেই চোখে পড়ে শিউরে ওঠা দৃশ্য। একটি সাদা বাথটাব-কিন্তু সেখানে পানি নয়, রক্তে ভরা। সেই রক্তের ভেতর পড়ে আছে একটি মৃত বাঘ। পাশে দাঁড়িয়ে সাদা স্যুট-বুট পরা সিয়াম আহমেদ। মুখে গোলাপের ডাঁটা, এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল। ক্যামেরা ধীরে ওপরে উঠতেই দেখা যায়-ধবধবে সাদা একটি ঘর, যার মেঝে জুড়ে ছোপ ছোপ রক্ত। এক শটেই ‘রাক্ষস’-এর ভয়ংকর আবহ স্পষ্ট হয়ে ওঠে। এই দৃশ্য দেখেই বোঝা যায়, মেহেদি হাসান হৃদয় এবারও ভায়োলেন্সের সীমা ভাঙতে প্রস্তুত।
গতকাল এফডিসিতে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন সিয়াম আহমেদ। সিনেমায় ভায়োলেন্সের মাত্রা নিয়ে ইঙ্গিত দিয়ে নায়ক বলেন, ভালোবাসার কারণে একজন মানুষ কতটা ভায়োলেন্ট হতে পারে, সেটাই এই সিনেমায় দেখানো হবে। দর্শক বিরক্ত হবে না, বরং পুরোপুরি বিনোদিত হবে। সিনেমাটিতে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনয় করছেন। তিনিও ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150538