৯৫ বছরের রেকর্ড ভেঙে দিলো নিউজিল্যান্ড

৯৫ বছরের রেকর্ড ভেঙে দিলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের টম লাথাম ও ডেভন কনওয়ে ওয়েস্ট ইন্ডিজকে হতাশার এক দিন উপহার দিয়েছেন। ভেঙে দিয়েছেন ৯৫ বছরের পুরোনো এক রেকর্ড। সেখানেই থামেননি। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের এক রেকর্ডও ভেঙে দিয়েছেন দুজন মিলে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর ওপেনিংয়ে সবচেয়ে বড় জুটির মালিক হয়েছেন তারা। আগে এই রেকর্ড ছিল ভারতের রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়ালের। মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে প্রথম উইকেটে তারা যোগ করেন ৩২৩ রান। এই জুটিতে অধিনায়ক লাথাম করেন ১৩৭ রান। এটি তার ক্যারিয়ারের ১৫তম টেস্ট সেঞ্চুরি। অপর প্রান্তে কনওয়ে অপরাজিত আছেন ১৭৮ রানে। এটি তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।

এই জুটি ১৯৩০ সালে গড়া স্টিভি ড্যাম্পস্টার আর জন মিলসের গড়া রেকর্ড ভেঙে দেয় প্রথমে। সেবার ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে দুই ওপেনার গড়েন ২৭৬ রানের জুটি। নিউজিল্যান্ডের মাটিতে এটাই ছিল সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। এই জুটির সামনে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা পুরোপুরি চাপে পড়ে যান। প্রথম দিনের শেষ দিকে লাথাম আউট হন অভিজ্ঞ পেসার কেমার রোচের বলে। ৩২৩ রানে ভাঙে তাদের এই জুটি। এরপর  নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে ওপেনিংয়ে ৩০০ ছাড়ানো জুটি শেষ দেখা গিয়েছিল ১৯৭২ সালের এপ্রিলে। তখন গ্লেন টার্নার ও টেরি জার্ভিস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম উইকেটে ৩৮৭ রান করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে না পারলেও লাথাম ও কনওয়ে টেস্ট ইতিহাসে যৌথভাবে দ্বাদশ সেরা ওপেনিং জুটি গড়েছেন।

তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রেকর্ডটা দুজনে ভেঙে দিয়েছেন। আগে এই রেকর্ড ছিল রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়ালের। ২০১৯ সালে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা করেছিলেন ৩১৭ রানের জুটি। স্টাম্পসের ঠিক আগে সেই রেকর্ড ছাপিয়ে যান লাথাম ও কনওয়ে। এতে ম্যাচের প্রথম দিনটি পুরোপুরি চলে যায় নিউজিল্যান্ডের দখলে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150532