আইপিএল’র বেশি ম্যাচ খেলতে মুস্তাফিজকে ছাড় দিচ্ছে বিসিবি
স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘ সময় খেলার সুযোগ করে দিতে ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। বিসিবি’র একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ২০২৬ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় হোম সিরিজে মুস্তাফিজকে কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে রাখা হবে।
কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে, যাতে তিনি ওই সময়ে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএলে মাঠ মাতাতে পারেন। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই বিসিবি এই বিশেষ ছাড়পত্রের পরিকল্পনা করেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২৬ সালের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হলে মুস্তাফিজ কেকেআরের হয়ে বেশিরভাগ ম্যাচেই অংশ নিতে পারবেন।
আর্থিক দিক থেকেও মুস্তাফিজের জন্য এই আইপিএল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কলকাতা নাইট রাইডার্স আসরের ফাইনালে উন্নীত হয়, তবে দলটি মোট ২২টি ম্যাচ খেলার সুযোগ পাবে এবং সেই হিসেবে প্রতি ম্যাচে মুস্তাফিজের আয় হতে পারে প্রায় ৪১ লাখ ৮১ হাজার রুপি। তবে কেকেআর যদি লিগ পর্বেই বাদ পড়ে, তবে প্রতি ম্যাচের জন্য তার সম্মানী দাঁড়াবে প্রায় ৫১ লাখ রুপি। নিয়ম অনুযায়ী, জাতীয় দলের হয়ে খেলার কারণে তিনি কেকেআরের যে ম্যাচগুলোতে অনুপস্থিত থাকবেন, সেই ম্যাচগুলোর সম্মানী তার মোট পারিশ্রমিক থেকে কেটে রাখা হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার জন্য তাকে আইপিএল’র অন্তত তিন থেকে চারটি ম্যাচ মিস করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এবারের নিলামে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে। বড় অঙ্কের এই সম্মানীতে আইপিএল খেলার সুযোগ পেয়ে বাংলাদেশের এই বাঁহাতি পেসার অত্যন্ত আনন্দিত। বিসিবি’র এই নমনীয় সিদ্ধান্তের ফলে তিনি আইপিএল’র অধিকাংশ গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150528