ডিসি-এসপি পরিচয় দেওয়া দুই প্রতারক গ্রেফতার

ডিসি-এসপি পরিচয় দেওয়া দুই প্রতারক গ্রেফতার

অনলাইনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পরিচয় এবং ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সাগর আহমেদ ও কুমিল্লার হারুনুর রশীদ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকার বাড্ডা ও কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী

তিনি জানান, কক্সবাজারের ডিসি ও এসপির পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ রয়েছে এবং সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে ১০ ডিসেম্বর কক্সবাজার জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, হোয়াটসঅ্যাপে ০১৮৬৪৯০১৭৬৫ নম্বর ব্যবহার করে পুলিশ সুপার, কক্সবাজার জেলার নাম ও ছবি অপব্যবহার করে প্রতারণার চেষ্টা চলছে। এ ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ডে কেউ যেন বিভ্রান্ত না হন, সে জন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150497