আইপিএলে রেকর্ড দামে বিক্রি হওয়ার পরদিনই মোস্তাফিজের দুর্দান্ত বোলিং
স্পোর্টস ডেস্ক : আইপিএল নিলামের ২৪ ঘণ্টা না পেরোতেই রেকর্ড গড়লেন মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার আইপিএল মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স—বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ দাম।
রেকর্ড দামে আইপিএল দল পাওয়ার পরদিনই আইএল টি-টোয়েন্টিতে নিজের সেরা পারফরম্যান্স উপহার দেন এই বাঁহাতি পেসার। বুধবার দুবাইয়ে এমআই এমিরাটসের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। তার বোলিংয়েই দাপুটে শুরু করেও ১৩৭ রানের বেশি করতে পারেনি এমআই এমিরাটস।
চলতি টুর্নামেন্টে আগে ২ উইকেট ২২ রানই ছিল মোস্তাফিজের সেরা ফিগার, এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন তিনি। আসরে এখন পর্যন্ত তার উইকেট ৯টি। সেরা বোলারের দৌড়ে এগিয়ে থাকা ওয়াকার সালমানখিলের উইকেট ১২টি, তবে মোস্তাফিজ তার চেয়ে একটি ম্যাচ কম খেলেছেন।
এদিকে টুর্নামেন্টে শীর্ষে থাকার লড়াইয়ে থাকা দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত ৫ ম্যাচে জিতেছে ২টি। আজ এমআই এমিরাটসের বিপক্ষে জয় পেলে দ্বিতীয় স্থানে থাকা গালফ জায়ান্টসের সঙ্গে ব্যবধান কমবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150495