বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়া’র বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রক্সি শেখ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, ডিবির এসআই মোঃ ইফতেখায়রুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে শাজাহানপুরের বনানী বাসষ্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিমপাশে বিসমিল্লাহ দই ঘর দোকানের সামনে বিশেষ অভিযান চালিয়ে ওই পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রক্সি শেখ (৪০) বগুড়া সদরের এরুলিয়া শিল্কিবান্ধা পাথারবাড়ী এলাকার মৃত: গোলজার শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ বুধবার (১৭ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150473