নিজের বিচার সরাসরি সম্প্রচারের দাবি ইনুর
নিজের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার চান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এর জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছেন তিনি।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) এ মামলায় ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের আগে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই আবেদন করেন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী। ট্রাইব্যুনাল আবেদনটি নথিভুক্ত করে আগামী ২৪ ডিসেম্বর শুনানির জন্য রাখেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা, অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে উসকানি, ষড়যন্ত্র, হত্যা, আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নিপীড়নমূলক কৌশলে সমর্থনসহ মানবতাবিরোধী অপরাধের ৮টি অভিযোগ আনা হয়েছে ইনুর বিরুদ্ধে।
গত ২৫ সেপ্টেম্বর মামলাটির ‘আনুষ্ঠানিক অভিযোগ’ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। পরে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। গত ২৮ অক্টোবর শুনানি শেষ হলে গত ২ নভেম্বর ‘আনুষ্ঠানিক অভিযোগ’ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
পরে এই আদেশ পুনর্বিবেচনা করতে আবেদন করেন ইনুর আইনজীবী। গত ৩০ নভেম্বর এই আবেদন খারিজ করে দিলে মামলার ‘সূচনা বক্তব্য’ দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর শুরু হয় সাক্ষ্যগ্রহণ।
আজ ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষী মোটরসাইকেল মেকার ফরহাদ হোসেন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। জবানবন্দিতে এই সাক্ষী বলেন, গত বছর ৪ আগস্ট তার ডান চোখে গুলি লাগে। পরে ৫ আগস্ট তিনি জানতে পারেন কুষ্টিয়ায় আন্দোলনে ৬ জন মারা গেছে। এখনো চোখে পিলেট থাকার কথা জানিয়ে সাক্ষী বলেন, চোখে জেল দিয়ে রাখতে হয়।
পরে এই সাক্ষীকে জেরা করেন ইনুর আইনজীবী। জেরা শেষ হলে পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ ডিসেম্বর তারিখ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় ইনুই একমাত্র আসামি। সাক্ষ্যগ্রহণের সময় তাঁকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150463