রূপগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রূপগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানার পুলিশ। 

‎গ্রেপ্তাররা হলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাহমুদুল্লাহ, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিব মোল্লা, আওয়ামী লীগ কর্মী লিটন মিয়া, মোহর আলী, ফয়সাল আহাম্মেদ ও যুবলীগ কর্মী দীন ইসলাম।

‎রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার করতে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করছে।

অভিযানকালে আওয়ামী লীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150447