রংপুরের গঙ্গাচড়ায় ডেভিল হান্টে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

রংপুরের গঙ্গাচড়ায় ডেভিল হান্টে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় ডেভিল হান্ট পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গঙ্গাচড়া মডেল থানার পুলিশ গতকাল মঙ্গলবার ভোর রাতে তাদের নিজ বাড়ি গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, আলমবিদিতর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ(৫৫) ও বড়বিল ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তাফিজার রহমান(৫১)।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুর ছবুর জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জন নিরাপত্তা বিঘ্ন করে জনমনে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে, জনসমক্ষে অপপ্রচারণা চালানোসহ আমলযোগ্য অপরাধ থাকায় জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে তাদেরকে গ্রেফতার করা হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150444