বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ককটেল হামলা চালিয়ে সাবেক এমপি জিএম সিরাজের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় সেকেন্দার আলী (৬০) নামে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। সেকেন্দার আলী এলাঙ্গী ফকিরপাড়া গ্রামের আকিমুদ্দিনের ছেলে এবং এলাঙ্গী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মাদ সিরাজ ২০১৮ সালের ১১ ডিসেম্বর গণসংযোগকালে ধুনট শহরের কলাপট্টী এলাকায় পৌছেন।
এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল হামলা চালিয়ে গাড়ি তার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ৭ অক্টোবর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে ৪৪ নেতাকর্মীর নামে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সেকেন্দার আলীকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150433