একই কলেজের বান্ধবী তারা দু’জন

একই কলেজের বান্ধবী তারা দু’জন

অভি মঈনুদ্দীন ঃ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সমাজ সেবক সালমা এবং চিত্রনায়িকা শিরীন শিলা দু’জন একে অপরের খুউব ভালো বন্ধু। বিশেষত তাদের নন্ধুত্বেও সূচনা হয় রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে পড়াশুনা করার সময়। এক কলেজে পড়াশুনা করতে গিয়েই শিলা ও সালমার মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুরু।

তবে কলেজ জীবন পার হবার পর সালমা ও শিলার সেভাবে তেমন আর দেখা হয়নি তাদের। অবশেষে হঠাৎ কয়েকদিন আগে সঙ্গীতশিল্পী মমর জন্মদিনের পার্টিতে দেখা হলো সালমা ও শিলার। হঠাৎ একে অন্যকে দেখতে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হয়ে পড়েন। অনেকটা সময় তারা একে অন্যের সঙ্গে বসে গল্প করেন।

সালমা বলেন,‘ মমর জন্মদিনে বহুদিন পর শিলার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালোলেগেছে। ফেলে আসা দিনের অনেক গল্প আড্ডাতে আমরা সেদিন মেতে উঠেছিলাম। কতোকিছু যে মনে পড়ে গিয়েছিলো সেদিন তা বলে বুঝানোর মতো নয়। সত্যি বলতে কী শিলা সুন্দর মনের একজন মানুষ।’

শিরীন শিলা বলেন,‘ সালমার সঙ্গে বহুদিন পর দেখা হয়ে কী যে ভালোলেগেছে আমার তা সত্যিই বুঝানোর মতো নয়। সালমার সঙ্গে দেখা না হলেও তার প্রকাশিত নতুন নতুন গান শোনা হয় আমার। ফোক গানেতো সালমা অনবদ্য। মাঝে আগুন ভাইয়ের সঙ্গে একটি গান প্রকাশিত হয়েছে, গানটি আমার কাছে খুউব ভালোলেগেছে। এছাড়া মাঝে মাঝে টিভিতে লাইভেও তার গান শুনি। সালমা অনেক কষ্ট করে সংগ্রাম করে সঙ্গীতাঙ্গনে তার নিজের চমৎকার একটি অবস্থান তৈরী করেছে। সালমার জন্য সবসময়ই শুভ কামনা।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150406