বগুড়ার শেরপুরে অটোরিকশা ও দমোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত

বগুড়ার শেরপুরে অটোরিকশা ও দমোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের মির্জাপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামের জয়নুল আবেদীন (৫২), গাড়িদহ ইউনিয়নের মহিপুর গ্রামের মিলন (৩৫) ও কুসুম্বী ইউনিয়নের কুসুম্বী গ্রামের সুকুমার (৪০)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর আন্ডারপাস ব্রিজের পূর্ব পাশে একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে গেলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় অটোরিকশার ভেতরে থাকা যাত্রীদের মধ্যে দু’জনসহ মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150331