যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকার নয়ানগর আলপালা মসজিদের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফারুক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়াপুর গ্রামের মো. আলমগীরের ছেলে ছিল। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকতেন।

নিহতের বন্ধু সজীব জানান, ফারুক পেশায় টাইলসের মিস্ত্রি হিসেবে কাজ করতো। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলার নয়ানগর আলপালা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সে। পরে আমরা খবর পেয়ে দ্রুত ফারুককে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, ফারুক আর বেঁচে নেই।

তিনি জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তার কিছুই জানি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150330