বগুড়ায় যুবলীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

বগুড়ায় যুবলীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : অপারেশন ডেভিলহান্ট ফেজ-২এর অংশ হিসেবে বগুড়ায় বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র একাধিক টিম গতকাল সোমবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো, শাজাহানপুর উপজেলা যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম (৫০), বগুড়া শহর যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ডের সাধারন সম্পাদক ইউসুফ আলী (৪৮), টাঙ্গাইল মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন ইসলাম সার্থক (৩০), শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিকরুল হক জিকু (৩১), বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রঞ্জু মিয়া (৪৪), গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাহবুব করিম ডালিম (৪০),বগুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্মসম্পাদক সবুজ মন্ডল (৩৪),ও বগুড়া শহর যুবলীগের  ২১নং ওয়ার্ডের  সদস্য  বাদল মন্ডল (৩৪)।

ডিবির ইনচার্জ আরও জানান, গ্রেফতারকৃতদের নামে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, বিষ্ফোরকদ্রব্য আইন সহ একাধিক মামলা  আদালতে বিচারাধীন আছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150301