হামলাকারীর অস্ত্র ছিনিয়ে নেওয়া সেই আহমেদের সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে হামলাকারীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরো আহমেদ আল-আহমেদের সঙ্গে দেখা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস।
গত রবিবার সিডনির বন্ডি সৈকতে দুই বন্দুকধারী সম্পর্কে (বাবা ও ছেলে) ইহুদি ধর্মাবলম্বীদের এক ধর্মীয় উৎসবে হামলা চালান। এতে ১৫ জন নিহত হন। হামলার সময় সৈকতের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন ৪৩ বছর বয়সী আহমেদ। পেশায় ফল বিক্রেতা তিনি। তার অস্ত্র চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু সাহসিকতার সঙ্গে তিনি বন্দুকধারীর দিকে এগিয়ে যান, তাকে জাপটে ধরেন এবং অস্ত্রটি ছিনিয়ে নেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকটি গাড়ির পেছনে দাঁড়িয়ে অস্ত্র নেওয়ার এই মুহূর্তে অনেক মানুষ গুলিবিদ্ধ হওয়া থেকে রক্ষা পান।
আহমেদের চাচাতো ভাই মোস্তফা জানিয়েছেন, হামলার সময় আহমেদও গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সার্জারি করা হয়েছে, তবে দেহের ভেতর থাকা গুলির কারণে আরও একবার সার্জারি করার প্রয়োজন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আলবানিস।
আহমেদের বাবা-মা, মোহাম্মদ ফাতেহ আল আহমেদ ও মালাকেহ হাসান আল আহমেদ জানান, তারা মাত্র কয়েক মাস আগে সিরিয়া থেকে সিডনিতে এসেছেন। আহমেদ ২০০৬ সালে অস্ট্রেলিয়ায় আসেন।
ভিডিওটি নজরে আসার পর প্রধানমন্ত্রী আলবানিস আহমেদকে ‘নায়ক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, 'তিনি কফি নেওয়ার চেষ্টা করছিলেন, তখন দেখলেন তার সামনে মানুষকে গুলি করা হচ্ছে। এরপর তা রোধ করার জন্য পদক্ষেপ নেন। তার সাহসিকতা সব অস্ট্রেলিয়ানের জন্য অনুপ্রেরণা।'
আহমেদের জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। সেখানে আমেরিকান এক বিলিয়নিয়ার একাই ৯৯,৯৯৯ ডলার অনুদান দিয়েছেন। ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে প্রায় ৮ লাখ ৪৫ হাজার ডলারের অনুদান জমা পড়েছে।
এই সাহসিকতার কারণে আহমেদ সমগ্র বিশ্বের নজর কেড়েছেন এবং সকলের প্রশংসায় ভাসছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150283