টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন মেসি
স্পোর্টস ডেস্কঃ শেষ হয়েছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ভারত সফর। সোমবার (১৫ ডিসেম্বর) শেষ দিনে দিল্লিতে ছিলেন তিনি। বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে রাজধানী শহরের অরুণ জেটলি স্টেডিয়ামে পা রাখেন মেসি। সেখানে তার দেখা হয় আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে।
মেসিকে ওই সময় আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আমন্ত্রণমূলক টিকিট মেসিকে উপহার দেন জয় শাহ। আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত। এছাড়াও ইন্টার মায়ামির এই তারকাকে ভারতের জার্সি ও সই করা একটি ব্যাট উপহার দেন আইসিসি চেয়ারম্যান।
শুধু মেসিই নয়, তার সঙ্গে আসা আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দি পল ও ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেসকেও একই উপহার দেন জয় শাহ। এ সময় করতালিতে ফেটে পড়ে অরুন জেটলি স্টেডিয়াম।
ভারতে মেসির যাত্রা শুরু হয়েছিল কলকাতা দিয়ে। এই শহরেই সবচেয়ে অস্বস্তিকর অবস্থায় পড়েন তিনি। অব্যবস্থাপনার সাক্ষী হয়ে আগেভাগেই ছাড়েন কলকাতা। পরে যান হায়দরাবাদে। সেখানে সফল অনুষ্ঠান ছেড়ে যান মুম্বাইয়ে। সেখানে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারসহ বলিউড তারকাদের সঙ্গে সাক্ষাৎ হয় তার। এরপরই উড়াল দেন দিল্লির উদ্দেশে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150264