মেহেরপুরে পানিতে ডুবে নারীর মৃত্যু
মেহেরপুর: পানিতে ডুবে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে মনোয়ারা খাতুন (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
মনোয়ারা খাতুন চাঁদবিল গ্রামের মুন্তাজ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে তিনি প্রতিবেশি ইয়াজুলের স্ত্রী আজিরা খাতুনের সঙ্গে চাঁদবিলে গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।