গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে মারধর করে অটোভ্যানসহ ৫০ হাজার টাকা ছিনতাই
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে টিন ও কাঠ কিনতে যাওয়ার পথে চালককে মারধর করে ৫০ হাজার টাকাসহ একটি অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল রোববারর রাতে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাসিন্দা মৃত সুলতান আলী প্রধানের ছেলে ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার করেন।
এজহারে অভিযুক্তরা হলেন- গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে হারুন সরকার ও হামিদুল সরকার, একই এলাকার আব্দুল মান্নান মোল্লার ছেলে পাপুল মোল্লা এবং পাটোয়া এলাকার জয়নালের ছেলে মেনারুল ইসলাম।
এজাহার সূত্রে জানা যায়, গতকাল রোববারর সকাল ৯টায় আবু বক্কর সিদ্দিকের বাড়ির পার্শ্বে ধানের জমির উপর দিয়ে কর্তনকৃত গাছ পরিবহন করা নিয়ে অভিযুক্তদের সাথে বাক-বিতন্ডা হয়। সেই জেরে দুপুর ১২টায় অভিযুক্তরা আবু বক্কর সিদ্দিক ও তার ছেলে আল-মারুফকে মারধর করে ভয়ভীতি ও হুমকি দিয়ে চিলে যায়।
পরে বেলা দেড়টায় ভুক্তভোগীর ছোট ভাই কাঠমিস্ত্রি আসাদুল অটোভ্যান চালিয়ে যাওয়ার পথে শীতল গ্রাম (বটতলী বাজার) রথের বাজার রাস্তায় ছ'মিলের সামনে গতিরোধ করে কাঠ দিয়ে বেধড়ক মারধর করে। এসময় আসাদুলের পকেটে থাকা ৫০ হাজার টাকা ও অটোভ্যান ছিনিয়ে নিয়ে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150231