বগুড়ায় বিসিকের ১০ দিনের মেলায় ৮৫ লাখ টাকার পণ্য বেচা কেনা
স্টাফ রিপোর্টার: বিসিক বগুড়ার আয়োজনে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলায় এবার প্রায় ৮৫ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে এবং ৩০ লাখ টাকার বেশি দামের পণ্যের অর্ডার পেয়েছে উদ্যোক্তারা। এই বিক্রি আশা ব্যঞ্জক বলে মনে করছেন বিসিক বগুড়ার কর্মকর্তারা। আজ সোমবার (১৫ ডিসেম্বর) এই মেলা শেষ হয়েছে।
জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় ও বিসিক জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে পৌর এ্যাডওয়ার্ড পার্কে দশ দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠান বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক বগুড়ার উপ মহাব্যাবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: শাহাদাত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম ইমরুল কায়েস, নাসিব বগুড়ার সহ-সভাপতি একরামুল কবীর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিসিক বগুড়া কার্যালয়ের উপ ব্যাবস্থাপক জেলা আবু হাশেম।
মেলায় মোট স্টলের সংখ্যা ছিলো ৭০ টি। স্টলগুলোর মধ্যে ৪৯ জন নারী উদ্যোক্তা (প্রতিবন্ধী নারী ৩ জন), তৃতীয় লিঙ্গ ১ জন ও ২০ জন পুরুষ উদ্যোক্তার স্টল ছিলো। বিসিক বগুড়ার উপ মহাব্যাবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান জানান, এবারের মেলঅ স্বার্থক হয়েছে। বিক্রি হয়েছে ভালো আবার ভালো অর্ডারও পাওয়া গেছে। বিসিক সব সময় উদ্যোক্ত দের সহায়তা দিয়ে যাচ্ছে। আগামীতে এই সহায়তা অব্যহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150211