বিজয় দিবসে খাগড়াছড়ির পর্যটন স্পটে বিনা টিকেটে ভ্রমণ

বিজয় দিবসে খাগড়াছড়ির পর্যটন স্পটে বিনা টিকেটে ভ্রমণ

মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির সব পর্যটনকেন্দ্রে পর্যটকেরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।

 মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের জন্য এমন সুযোগ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) এ ছাড়া পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখা ও বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কোকোনাথ ত্রিপুরা বলেন, “বিজয় দিবসের ছুটিতে প্রতিবছর প্রচুর পর্যটক ভ্রমণ করে। সরকারি ছুটি থাকায় সকাল থেকে পর্যটকদের সমাগম বাড়ে। জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার পর্যটকদের কোনো টিকেট কাটতে হবে না।”

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150193