‘ড্রাইভিং সিটে বউ শ্বাশুড়ি’তে ডলি জহুর ও দীপা
অভি মঈনুদ্দীন ঃ নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুরের সঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী দীপা খন্দকার। তবে এই সময়ে এসে একসঙ্গে নাটকে খুউব বেশি কাজ করা হয়না।
তবে এরইমধ্যে নতুন একটি নাটকে অভিনয় করেছেন ডলি জহুর ও দীপা খন্দকার। নাটকটির শুটিং-এর কাজ এরইমধ্যে রাজধানীর ধানমণ্ডিতে একটি বাসায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি মূলত ‘এমএসএম ড্রামা’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটি রচনা করেছেন ও নির্মাণ করেছেন ‘এমএসএম’ টিম।
জানা গেছে নাটকটি শিগগিরই প্রচারে আসবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ডলি জহুর বলেন,‘ নাটকের নামটা শুনেই কিছুটা হলেও অনুধাবন করা যায় গল্পটা কেমন হতে পারে। মূলত এই নাটকে ড্রাইভার চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনিই শ্বাশুড়ি আর বউয়ের মাঝে নানান রকমের সমস্যা সৃষ্টি করার জন্য নানান ধরনের কাজ করে থাকেন। সাধারণত বউ আর শ্বাশুড়ির মধ্যে যে ধরনের সমস্যা হয় সেসব সমস্যাকেই আরো নানান কথার মাধ্যমে, নানান বুদ্ধির মধ্যদিয়ে বাড়ানোর চেষ্টা করে। গল্পটা বেশ উপভোগ্য। আশা করছি নাটকটি দর্শকের ভালোলাগবে।’
দীপা খন্দকার বলেন,‘ এমএসএম টিম চেষ্টা করেছে নাটকটি যত্ন নিয়ে নির্মাণ করতে। যেহেতু বউ শ্বাশুড়ির নানান দ্বন্দ্বকে ঘিরেই নাটকের গল্প, তাই অভিনয়টা বেশ উপভোগ করেছি। আর ডলি আন্টির সঙ্গেতো আমি বহু নাটকে অভিনয় করেছি। একটা সময় ছিলো যখন আমরা প্রতিনিয়তই নাটকে অভিনয় করতাম, এখন তা অনেক কমে গেছে। তারপরও যখন একসঙ্গে কাজ করি চমৎকার সময় কাটে আমাদের। এই নাটকে কাজ করার সময়ও ঠিক তাই হয়েছে।’ এদিকে ডলি জহুর জানান এরইমধ্যে তিনি চয়নিকা চৌধুরীর নির্দেশনায় আবুল হায়াতের সঙ্গে ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকের কাজ শেষ করেছেন। এদিকে দীপা অভিনীত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকটি এই সময়ের অন্যতম আলোচিত নাটক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150184