ক্রিকেটারদের দাবি যৌক্তিক, বিসিবির আচরণ দুঃখজনক: তামিম

ক্রিকেটারদের দাবি যৌক্তিক, বিসিবির আচরণ দুঃখজনক: তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্রিকেটারদের দাবিকে যৌক্তিক মনে করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এছাড়া তিনি উল্লেখ করেন, দাবি নিয়ে যাওয়া ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আচরণ দুঃখজনক।

আজ (রোববার, ১৪ ডিসেম্বর) এসব বিষয় তুলে ধরে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন তিনি।

তামিম তার পোস্টে লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটি তাদের অধিকার এবং যার যৌক্তিক কারণও আছে। অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল।

তিনি বলেন, ‘পরে যদিও একটি প্রতিনিধি দলকে ভেতরে নেয়া হয়েছে, কিন্তু আরও অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি এর প্রতিবাদ জানিয়ে রাখলাম।’

 

 

 

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150057