ঝিনাইদহে পেঁয়াজক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে পেঁয়াজক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় একটি পেঁয়াজক্ষেত থেকে সোহাগ হোসেন (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বারইপাড়া এলাকার মাঠি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ আলী একই উপজেলার হাবিবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার সকালে বাবার সঙ্গে বারইপাড়া এলাকার মাঠে পেঁয়াজ লাগাতে যান সোহাগ।

দুপুরের খাবার খেতে তার বাবার মনিরুল বাড়িতে ফিরলেও তিনি মাঠেই থেকে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে তার ক্ষত-বিক্ষত মরদেহ পেঁয়াজক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা কালের বলেন, ‘নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150045