বগুড়া কাহালুতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

বগুড়া কাহালুতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু উপজেলায় আন্তঃনগর ট্রেন থেকে নীচে পড়ে   আনুমানিক  ৩০ বছর বয়সের এক অজ্ঞাতনামা ব্যক্তি মারা গেছে।  

ঘটনাটি ঘটেছে আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক পৌঁনে ২ টার সময় কাহালু উপজেলার দুর্গাপর ইউনিয়নের খাড়িয়া নিশিন্দারা গ্রামের পাশে(তালোড়া রেললাইন ব্রীজ এলাকায় )রেললাইনে।এলাকার মানুষের ভাষ্য মতে লালমনিরহাট   থেকে  ছেড়ে আসা ঢাকাগামী লালমুনি আন্তঃনগর ট্রেন থেকে নীচে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে  অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলে অবস্থান করা কাহালু থানার এস.আই ব্রজেন  চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অজ্ঞাতনা ব্যক্তির এখনও কোন পরিচয় মিলেনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150021