ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে দুপচাঁচিয়ায় শিবিরের মানববন্ধন
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে দুপচাঁচিয়া উপজেলা শিবিরের আয়োজনে আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ঘণ্টাব্যাপি এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা শিবিরের সেক্রেটারি সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক তারেক হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম আলী, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ফরিদ উদ্দিন, যুব বিভাগের সেক্রেটারি বুলবুল আহম্মেদ প্রমুখ নেতৃবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149978