বগুড়ায় সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ

বগুড়ায় সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ

স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ায় সরকারি উদ্যোগে একটি আধুনিক মাদকাসক্ত নিরাময় কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। জেলা জুড়ে ক্রমবর্ধমান মাদক সমস্যা নিয়ন্ত্রণ, আসক্তদের চিকিৎসা ও সমাজে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রটিতে থাকবে চিকিৎসা, কাউন্সেলিং, পুনর্বাসন, পেশাগত প্রশিক্ষণসহ আধুনিক মানের সেবার ব্যবস্থা। বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ, সামাজিক কর্মী ও প্রশিক্ষিত স্টাফদের সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে পরিচালিত হবে কেন্দ্রটি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে জমি বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে। বগুড়া শহরের কৈগাড়ি এলাকায় পুরাতন উপজেলা পরিষদ (সিও অফিস) চত্বরে এক একর জমি বরাদ্দের জন্য বগুড়া জেলা প্রশাসক গত ১৩ নভেম্বর ভূমি মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। প্রস্তাবনাটি ভূমি মন্ত্রনালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

জমি বরাদ্দ চুড়ান্ত হলে খুব শীঘ্রই সেখানে কাজ শুরু হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান। তিনি জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়ায় নিজস্ব কার্যালয় নেই।

প্রস্তাবিত জায়গায় সরকারি ভাবে আট তলা বিশিষ্ট জেলা কার্যালয় কমপ্লেক্স নির্মানের পরিকল্পনা রয়েছে। সেখানে ৫০ শয্যা বিশিষ্ট মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ছাড়াও নিজস্ব অফিস, অস্ত্রাগার, আলামত খানা, ব্যারাক, স্টোর, ক্যান্টিন এবং মাঠ নির্মান করা হবে।

মাদক নিরাময় কেন্দ্রটি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সহজেই চিকিৎসা সুবিধা পাবে। অনেক পরিবার আর্থিক কারণে বেসরকারি কেন্দ্রের ব্যয় বহন করতে না পারায় চিকিৎসা বন্ধ হয়ে যায়, এই নতুন নিরাময় কেন্দ্র সেই সংকট দূর করবে বলে মন্তব্য করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবু সায়েম। তিনি আরো বলেন, বগুড়ায় মাদকাসক্তের সংখ্যা অনেক বেশি।

জেলায় যেহেতু ১৯টি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র রয়েছে, তাহলে বোঝা যায় মাদকাসক্তের সংখ্যা বাড়ছে বলেই নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় নিরাময় কেন্দ্র চিকিৎসার মান নিয়ন্ত্রনের পাশাপাশি কম খরচে চিকিৎসা দিতে পারবে। সরকারি ব্যবস্থাপনায় এই নিরাময় কেন্দ্র আরো অনেক আগে নির্মানের উদ্যোগ নেয়া উচিত ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় সুত্রে জানাগেছে,বর্তমানে দেশের ঢাকা,চট্টগ্রাম, খুলনা, ও রাজশাহী বিভাগীয় শহরে সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র চালু আছে। বগুড়ায় বেসরকারি ভাবে ১৯ টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র চালু রয়েছে। সেখানে সব সময় দুই শতাধিক মাদকাসক্ত চিকিৎসাধীন থাকেন।

কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এই কেন্দ্রকে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। স্থানীয় বাসিন্দারাও আশা করছেন, কেন্দ্রটির কার্যক্রম চালু হলে বগুড়ায় মাদক সমস্যা নিয়ন্ত্রণে নতুন গতি আসবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149977