যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে : রেজাউল করিম বাদশা
স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌরমেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, শরিফ ওসমান হাদি এবং এরশাদ উল্লার ওপর সন্ত্রাসী হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা নির্বাচন বানচাল করতে চান, যারা নির্বাচন চান না, যারা এই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান, তারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে।
তিনি আজ শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২ টায় বগুড়া জেলা বিএনপির প্রতিবাদ মিছিলের আগে বগুড়া শহরের নবাববাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন, তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যথাসময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।
আমরা সরকারকে ধন্যবাদ জানাই। ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। আমরা সন্ত্রাসমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সমাবেশে তিনি শরিফ ওসমান হাদি এবং এরশাদ উল্লার উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে গুলিবিদ্ধ করার সহিংস ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত দুস্কৃতিকারিদের শাস্তির দাবিতে বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপি এই প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
দলীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশে শেষে প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলটি নবাববাড়ি রোড, সাতমাথা, কবি নজরুল ইসলাম সড়ক, থানা মোড়, বড়গোলা, কাঠালতলা হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. এ কে মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ।
বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন এর সঞ্চালনায় প্রতিবাদ মিছিলে অংশ নেন বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, এনামুল হক নতুন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, এনামুল হক সুমন, হাবিবুর রশিদ সন্ধানসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149970