খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানা, আটক ৩

খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানা, আটক ৩

খুলনায় লেদ মেশিনের কারখানার আড়ালে গোপনে আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। কারখানা থেকে অস্ত্র তৈরির ছাঁচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ ৩০ থেকে ৩৫টি অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ শনিবার (১৩ ডিসেম্বরসন্ধ্যায় নগরীর জোড়াগেট এলাকায় এই কারখানার সন্ধান পাওয়া যায়।

 

এ ঘটনায় কারখানা মালিকসহ তিন জনকে আটক করা হয়েছে। তারা হলেন দোহা আয়রন ফাউন্ডার কারখানার মালিক নজরুল ইসলাম, কর্মচারী শহিদুল ও আকবর আলী। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, তারা ওই লেদ মেশিনের কারখানায় বিভিন্ন লোহার যন্ত্রাংশ তৈরি করতেই দেখেছেন। কিন্তু এখানে গোপনে অস্ত্র তৈরি হতো তা জানতেন না। 

মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানার সন্ধান পায় পুলিশ। পরে অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149965