ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে মাদকদ্রব্যসহ ১ জনকে আটক করে বিজিবি। গ্রেফতারকৃত হলো, জেলার রাণীশংকৈল উপজেলার চাকমাপাড়া গ্রামের মো: আতাউর রহমানের ছেলে মো: রহিম বাদশা (৩০)।
গতকাল শুক্রবার রাতে সীমান্ত মেইন পিলার ৩৭৪/৩-আর হতে আনুমানিক ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশাকে মাদক ও একটি বাইসাইকেলসহ আটক করে বিজিবি’র একটি টহল দল। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ওই দিন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনস্থ জগদল সীমান্ত এলাকার দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৭৪/৩-আর হতে আনুমানিক ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।
জগদল বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো: জিয়ার নেতৃত্বে টহল দলটি উত্তর কলোনী নামক স্থানে অভিযান পরিচালনাকলে ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেলসহ বাদশাকে আটক করা হয়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আটককৃত মো: রহিম বাদশাকে মাদক ও বাইসাইকেলসহ রানীশংকৈল থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149953