সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্বৃত্তদের কাটা গাছ মহাসড়কে, যান চলাচল বিঘ্নিত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-রাজশাহী মহাসড়কে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে রোয়াপাড়া গ্রামের পাশে গাছ পড়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয়পাশে সৃষ্টি হয় যানজট। ৯৯৯-র ফোন পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় গাছ অপসারণ করলে পুনরায় যান চলাচল শুরু হয়।
সলঙ্গা ইউনিয়নের সংশ্লিষ্ট ২নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বর) শরিফুল ইসলাম জানান, এলাকার দুর্বৃত্তচক্র মাঝে মাঝে মহাসড়কের পাশের গাছ কেটে চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এই চক্র গাছ কেটে কৌশলে রাস্তার পাশে ফেলে দেয়। কিন্তু গতরাতের ঘটনার সময় কাটা গাছটি রাস্তার পাশে না পড়ে মহাসড়কের উপর পড়ে। ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় লম্বা যানজটের।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে তার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তার উপর পড়া গাছটি কেটে অপসরণ করে। এতে যানবাহন চলাচল শুরু হয়। তবে গাছটি রাস্তার উপর পড়ে যাবার পরই ওই দুর্বত্তচক্রের সদস্যরা পালিয়ে যায়। পুলিশ এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149947