দিনাজপুরের সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি, টহল জোরদার

দিনাজপুরের সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি, টহল জোরদার

দিনাজপুর জেলা প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও সীমান্ত অতিক্রম ঠেকাতে বিশেষ সতর্কতা জারিসহ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায় দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল থেকে দিনাজপুর বিজিবির বিজিবি সেক্টর অধীনস্থ ৩টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২১৯ কি.মি. এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী তৎপরতা রোধ, চোরাচালান ও মাদকসহ সকল ধরনের কার্যক্রম রোধে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে। সেই সাথে সীমান্ত এলাকায় বিশেষ টহল ব্যবস্থা জোরদার, কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

এজন্য বিজিবি সীমান্ত এলাকায় চেকপোস্ট বসিয়ে আগতদের সব ধরনের তল্লাশি কার্যক্রম শুরু করেছেন। সন্দেহজন কাউকে মনে করা হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রটি দাবি করেন। উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুর ২ টায় ঢাকা রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয়। চলন্ত রিকশায় থাকা অবস্থাতেই মোটরসাইকেলের পেছনে বসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, ওই গুলি তার মাথায় লাগে।

গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মস্তিস্কে একটি অস্ত্রোপচার শেষে তাকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। হাদির জীবন সংকটাপন্ন বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

এদিকে হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সে বিষয়ে দিনাজপুর বিজিবি সেক্টর ৩টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২১৯ কি.মি. সীমান্ত এলাকায় বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

দিনাজপুর ফুলবাড়ী ৪২ বিজিবির অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট রয়েছে। একই সাথে চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্ত:সীমান্ত অপরাধ দমন এবং কুখ্যাত সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও অপরাধীদের সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ বা অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149943