সিরাজগঞ্জের কাজিপুরে নির্বাচনি প্রচারসামগ্রী সরাতে মাইকিং
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচনি প্রচারসামগ্রী সরাতে সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের চার ইউনিয়ন) এ মাইকিং করা হয়। গত শুক্রবার সকাল ৮ থেকে থেকে এ মাইকিং শুরু করা হয়।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় নিয়ম অনুসারে আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষে লাগানো ব্যানার, ফেস্টুন, পোস্টার, নির্বাচনি ক্যাম্প নিজ দায়িত্বে সরাতে হবে।
কোনো প্রার্থীর পক্ষে নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো যাবে না। উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৭টি ওয়ার্ডে এই মাইকিং অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনি আইন ভঙ্গ করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149938