কিংবদন্তি অভিনেতা পিটার গ্রিন আর নেই
বিনোদন ডেস্কঃ হলিউডের নব্বই দশকের দর্শকদের কাছে পরিচিত মুখ ভিলেন পিটার গ্রিন আর নেই। স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইডের ক্লিনটন স্ট্রিটে অবস্থিত নিজের বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
নিউইয়র্ক পোস্ট থেকে জানা যায়, পুলিশের প্রাথমিক তথ্যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মেডিকেল পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে। দীর্ঘদিনের ম্যানেজার গ্রেগ এডওয়ার্ডস অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। আমাদের প্রজন্মের অন্যতম শক্তিশালী অভিনেতা। তাঁকে বন্ধু হিসেবে ভীষণ মিস
নব্বইয়ের দশকে পিটার গ্রিন নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন পর্দার ভয়ংকর ও জটিল চরিত্রে অভিনয়ের মাধ্যমে। কুয়েন্টিন টারান্টিনোর কাল্ট ক্লাসিক ‘পাল্প ফিকশন’ সিনেমায় নিষ্ঠুর চরিত্র ‘জেড’ হিসেবে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। একইভাবে ‘দ্য মাস্ক’ সিনেমায় জিম ক্যারি ও ক্যামেরন ডিয়াজের বিপরীতে ডোরিয়ান টাইরেল চরিত্রে তার উপস্থিতি ছিল দুর্দান্ত।
ম্যানেজার এডওয়ার্ডস জানান, ব্যক্তিগত জীবনে নানা সংগ্রাম থাকলেও কাজের ক্ষেত্রে গ্রিন ছিলেন ভীষণ পারফেকশনিস্ট। প্রতিটি চরিত্রে নিজেকে নিংড়ে দিতে চাইতেন তিনি। অভিনেতা হিসেবে তিনি ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’, ‘ট্রেনিং ডে’, ‘ব্লু স্ট্রিক’, ‘লজ অব গ্র্যাভিটিসহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তার ঝুলিতে রয়েছে প্রায় ৯৫টি অভিনয় কৃতিত্ব।
নিউ জার্সির মন্টক্লেয়ার শহরে জন্ম নেওয়া পিটার গ্রিন কৈশোরে বাড়ি ছেড়ে নিউইয়র্কের রাস্তায় জীবন শুরু করেছিলেন। একসময় মাদকাসক্তির সঙ্গে লড়াই করেছেন তিনি। ১৯৯৬ সালে আত্মহত্যার চেষ্টা করার পর চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সেই অন্ধকার অধ্যায় পেরিয়ে আসেন।
মৃত্যুর আগে তিনি নতুন একটি স্বাধীন চলচ্চিত্র ‘মাসকটস’-এর শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন, যেখানে তার সহশিল্পী হওয়ার কথা ছিল মিকি রুর্ক। হঠাৎ এই মৃত্যু সেই পরিকল্পনাকেও থামিয়ে দিল।। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী গ্রিন পাল্প ফিকশন এবং ট্রেনিং ডে-এর মতো ছবিতে অসাধারণ অভিনয় করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149937