নতুন বছরেই অভিনয়ে জান্নাতুল মনি

নতুন বছরেই অভিনয়ে জান্নাতুল মনি

 অভি মঈনুদ্দীন ঃ জান্নাতুল মনি এই সময়ের অন্যতম আলোচিত ব্র্যাণ্ড প্রোমোটার। দুই বছরেরও বেশি সময় ধরে একজন ব্র্যাণ্ড প্রোমোটার হিসেবে কাজ করে তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন। এই্ধসঢ়; সময়ে এসে ফ্যাশন হাউজ, রেস্টুরেন্ট’সহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত আছেন ব্র্যাণ্ড প্রোমোটার হিসেবে। কিছুদিন আগে তিনি নতুন একটি ফ্যাশন আউটলেট-এর উদ্বোধনীতে বিদ্যা সিনহা মিমের সাথে তিনিও উপস্থিত ছিলেন অতিথি হিসেবে। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার স্বপ্নের কথা বলেছেন। বলেছেন অভিনয় নিয়ে তার পরিকল্পনা। যেহেতু জান্নাতুল মনির ভালোলাগে অপূর্ব, নিশো, মেহজাবীনের নাটক দেখতে, ভালোলাগে শাকিব খানের সিনেমা দেখতে। তাই তার প্রবল আগ্রহও রয়েছে অভিনয়ের দুনিয়ায় পা রাখার।

এরইমধ্যে মনি বেশকিছু নাটকে কাজ করারও প্রস্তাব পেয়েছেন। আশা করা যাচ্ছে, আগামী নতুন বছরের শুরুতেই অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে তার। এদিকে আজ মনির জন্মদিন। জন্মদিন নিয়ে নেই বিশেষ কোনো পরিকল্পনা, অন্যান্য দিনের মতো পরিবারের সাথে স্বাভাবিকভাবেই কাটবে বলে জানান তিনি।

জান্নাতুল মনি বলেন,‘ এরইমধ্যে বেশকিছু নাটকে কাজ করার প্রস্তাব এসেছে। আমি চাচ্ছি একটা ভালো গল্পের সুন্দর চরিত্রে কাজ করার মধ্যদিয়ে অভিনয়ের দুনিয়ায় নিজের অভিষেক ঘটাতে। যে কারণে একটু ধীরে বুঝে শুনে এই সিদান্তটা নিতে চাচ্ছি। কারণ আমি এই মুহুর্তে যা করছি অর্থাৎ ব্র্যাণ্ড প্রমোশনের কাজ, তা বেশ ভালোভাবেই করছি। যেহেতু ফেসবুকেও আমার প্রায় এক মিলিয়ন ফলোয়ার আছে, তারাও চাচ্ছেন আমি যেন অভিনয়ে আসি। সবকিছু বিবেচনায় রেখেই আমি ভালোভাবে অভিনয়ে আসতে চাচ্ছি। দেখা যাক কী হয়। আর জন্মদিনে সবার দোয়া, ভালোবাসা চাই আল্লাহ যেন আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন।’

মাগুড়ার মেয়ে জান্নাতুল মনির ‘জান্নাত ফ্যাশন হাউজ’ নামে একটি পেজ রয়েছে। যা তার নিজ বাসা থেকেই পরিচালিত হয়। জান্নাতুল মনির ডাক নাম আশা। তার বাবা আব্দুর রাজ্জাক, মা নাজনীন আক্তার। একমাত্র ছোট ভাই অন্তর। জান্নাতুল মনি এরইমধ্যে নারায়ণগঞ্জ তোলারাম কলেজ থেকে অর্থনীতিতে অনার্স সম্পন্ন করেন। মাগুড়ার স্কুলের খন্দকার স্যার ও নাসির স্যার তার ভীষণ প্রিয় দুই শিক্ষক। দেশে মনির ঘুরে বেড়ানোর প্রিয় জায়গা কক্সবাজার। তার প্রিয় ব্র্যাণ্ড প্রমোটার সানজিদা। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149932