চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে অভিযানে চকো প্লাস সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ভারত থেকে চোরাচালান হয়ে আসা ৯৪ বোতল নেশাজাতীয় চকো প্লাস সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। সম্প্রতি চোরাচালান তালিকায় যুক্ত নতুন পণ্যটি ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জানা যায়।
বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া গ্রামে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল। বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় একদল চোরাকারবারী। এরপর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৯৪ বোতল মালিকবিহীন চকো প্লাস সিরাপ উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এটি এই শীত মৌসুমে নতুন সংযোজিত নেশাকারক পণ্য। এরআগেও এই পণ্যের কয়েকটি চালান জব্দ হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149861