বগুড়ার সোনাতলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় আজ শুক্রবার (১২ ডিসেম্বর) মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের অর্থায়নে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন। এসময় উপস্থিত ছিলেন, বালুয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভিকনেরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন্তেজার রহমান, জহুরুল ইসলাম মাষ্টার, ডা. মৃনাল কুমার ঘোষ, বকুল ইসলাম, ইমরান আলী, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, রেজাউল করিম, আজাদ খন্দকার, সেকুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, অধ্যাপক মাহবুবুর রহমান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149843