জাতীয় নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ফখরুলের
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল জানান, নির্বাচনকে বানচাল করার জন্য উঠেপড়ে লেগেছে একটি চক্র। তারই ধারাবাহিকতায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আজ একজন প্রার্থীকে গুলি করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। এ ঘটনায় সারা দেশে কর্মসূচি পালনের কথাও জানান তিনি।
ফখরুল বলেন, এই দেশের রাজনীতিতে নেতৃত্বের ভূমিকায় ছিলেন মওলানা ভাসানী। তার নাম বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা সম্ভব না।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দেবেন। নির্বাচনের পর আমরা একটি জাতীয় সরকার গঠন করব।