জয়পুরহাটের কালাইয়ে পুকুরের মাটি বিক্রি করায় মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাটের কালাইয়ে পুকুরের মাটি বিক্রি করায় মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে প্রশাসনের অনুমতি না নিয়ে নিজের পুকুর খনন করে মাটি বিক্রি করার অপরাধে মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলায় জিন্দারপুর ইউনিয়নের ঘাটুরিয়া এলাকায় মাঠের মধ্যে একটি পুকুরপাড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা এই অভিযানে নেতৃত্ব দেন। এরপর থেকে ওই পুকুরের মাটি খনন বন্ধ রয়েছে।

ভ্র্যাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ঘাটুরিয়া গ্রামের মো. আজিমদ্দিনের ছেলে মো. এমদাদুল হক নিজ ভোগদখলীয় পুকুরের তলানী খননের কাজ শুরু করেছেন। উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়েই তিনি পুকুর খনন করে মাটিগুলো আশপাশের বিভিন্ন ইটভাটায় বিক্রি ও উর্বর কৃষি জমি ভরাট করছেন।

প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে পুকুর খননের মাটি বিক্রি করায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সেখানে অভিযান চালিয়ে ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে পুকুর মালিকের ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149837